সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

বিশ্বে করোনায় আবারও বাড়ল আক্রান্ত ও মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১০:১৪ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ২ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৯ লাখ ৯ হাজার ১০১ জন। করোনা শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ লাখ ৩১ হাজার ৩০৪ জনে। আর শনাক্তের সংখ্যা ৫৮ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৯৭৪ জন।

গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে ব্রাজিল।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (৬ আগস্ট) এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৭ জনের। এ সময়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৬৭৯ জন।

ব্রাজিলে মৃত্যু হয়েছে ২৫৮ জনের। শনাক্ত ৩৭ হাজার ১৬৬ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৭৯ হাজার ৫৯৪ জন। আর শনাক্ত ৩ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৪৯৪ জন।

দক্ষিণ কোরিয়ার ৩৪ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৮৪৯ জন। এছাড়া জাপানে এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। শনাক্ত ২ লাখ ৩১ হাজার ৫৯৭ জন।

গত একদিনে বিশ্বে করোনা শনাক্তে ঊর্ধ্বমুখী দেশের তালিকায় রয়েছে- ফ্রান্স, জার্মানি, ইতালি ও অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর