বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় পরিষদের সহ সম্পাদক, নাগরপুর প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাকালীন যুগ্ন সম্পাদক,সাপ্তাহিক চলনবিলের আলো সহ বিভিন্ন পত্রিকার সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন এর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০৪ আগষ্ট ২০২২ খ্রি.) বাদ এশা মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান কার্যালয়ে চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ডা.ছিদ্দিক মিয়ার পরিচালনায় সাংবাদিক আমজাদ হোসেন রতন এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ,চিকিৎসক সমাজসহ নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
উল্লেখ্য-নাগরপুরের সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন প্রায় কয়েকদিন যাবত উচ্চ রক্তচাপ সহ শারীরিক নানান রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। তিনি নাগরপুরের সাংবাদিকসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। মহান আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন,আমিন।