ঝালকাঠিতে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। চ্যানেলটির ৭ম বর্ষে পর্দাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। নিউজ টেয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এস.এম. রেজাউল করিমের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। বক্তব্য রাখেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র বাবু তরুণ কর্মকার, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, ব্যবসায়ী জামাল শরীফ, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ মধু, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, কোষাধ্যক্ষ বাবুল মিনা, দৈনিক দাবানল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বার্তা সম্পাদক কাজী মারুফ ইরান, টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য রুহুল আমিন রুবেল, খাইরুল ইসলাম পলাশ, বুলবুল মল্লিকসহ অনেকে।