সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়া পৌরসভা এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১:১৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌরসভা এলাকায় এনায়েতপুরে আশ্রয়ণ প্রকল্পে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে। ভুমিহীনদের বসতঘরগুলোর নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। আগামী এক মাসের মধ্যে বসতঘরগুলোর নির্মাণ কাজ শেষ করতে জোরালো চেষ্টা চালানো হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন সোমবার দুপুরে সরেজমিনে নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

উল্লাপাড়া পৌরসভা এলাকার এনায়েতপুরে সরকারী খাস জায়গায় আশ্রয়ণ প্রকল্পে ৮৫ টি বসতঘর নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ইটের গাঁথুনির উপর টিনের ছাউনিতে বসতঘরগুলো নির্মাণ কাজ চলছে। সেখানে ইটের গাঁথুনির দেয়াল নির্মাণ, টিন দিয়ে ঘর ছাউনি, দরজা জানালা লাগানোর কাজ চলছে।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন বলেন ভুমিহীনদের বসতঘরগুলো বরাদ্দ পাওয়াদেরকে নির্মাণ কাজ শেষ হলেই তা হস্তান্তর করা হবে। এরইমধ্যে গত সপ্তাহে গোটা দেশের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্রধানমন্ত্রী একযোগে উদ্বোধন করেছেন। উল্লাপাড়ার এনায়েতপুরের আশ্রয়ণ প্রকল্পের বসতঘরগুলো উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন আগামী এক মাসের মধ্যে বসতঘরগুলোর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা করছেন। আর শেষ হলেই বরাদ্দ পাওয়াদেরকে ঘরগুলো হস্তান্তর করে দেওয়া হবে। ইউএনও মোঃ উজ্জল হোসেন আরো বলেন এনায়েতপুরে আশ্রয়ণ প্রকল্পে আরো বিশ থেকে পচিশটি নতুন বসতঘর নির্মাণ কাজ করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া আশ্রয়ণ প্রকল্পে ঢোকার মূল জায়গায় বঙ্গবন্ধুর একটি মূর‌্যাল স্থাপন করা হবে। এনায়েতপুরে আশ্রয়ণ প্রকল্পে নামকরণ করা হয়েছে সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্প। এর আগে পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে একশো বারোটি (১১২) ভূমিহীন গৃহহীন পরিবারকে পূনর্বাসন করা হয়েছে। তিনি জানান সাম্প্রতিক সময়ে উপজেলায় ভূমিহীন গৃহহীন তিনশো পাচটি পরিবারকে চিহ্নিত করে কালিগঞ্জে একশো বারো (১১২) পরিবার ও এনায়েতপুরে পচাশি (৮৫) পরিবার মিলে মোট একশো সাতানব্বই ভূমিহীন গৃহহীন পরিবারকে বসতঘর দেওয়া হয়েছে। বাকী একশো আট (১০৮) পরিবারকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বসতঘর দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর