সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় নিজের ছেলেকে কারাবাসে রাখতে মায়ের আকুতি

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর শহরে সংসার ও নিজের জীবন বাঁচাতে সন্তানকে জেলে পাঠানোর আকুতি জানালেন মা শেফালী খাতুন। উল্লাপাড়া পৌরসভা আদর্শ গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী শেফালী খাতুন। তাদের বড় ছেলে শাকিল কিছু দিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের টাকার জন্য শাকিল এখন প্রতিদিন তার মায়ের ওপর ব্যাপক নির্যাতন শুরু করেছে। সংসারের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে। পংগু বাবার চৌকিটিও রক্ষা সম্ভব হয়নি।

শেফালী খাতুন রোববার উল্লাপাড়ায় গণমাধ্যমকর্মীদের কাছে গিয়ে তিনি জানান, তার মাদকাসক্ত ছেলে শাকিলের মারপিট ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। অশ্রæসিক্ত হয়ে শেফালী বলেন, ‘তার স্বামী বহুদিন ধরে পংগু হয়ে বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন ধরে। তিনি অন্যের বাড়িতে কাজ করে তিন ছেলে ও স্বামীকে নিয়ে খেয়ে-না-খেয়ে দিনযাপন করে করছেন। অথচ শাকিল মাদকাসক্ত হয়ে প্রতিদিন তার কাছে টাকা চাইছে। টাকা দিতে না পারলে মাকে বেধড়ক মারধর করছে।
ছোট দুই ভাইকেও মারতে উদ্ধত হচ্ছে। ইতোমধ্যে সংসারের বাসন থেকে শুরু করে সব কিছু নিয়ে বাইরে বিক্রি করে মাদক কিনছে সে। দু’দিন আগে তার পংগু বাবাকে বিছানা থেকে মাটিতে নামিয়ে দিয়ে তার চৌকিটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে।
তিনি আরও জানান, আমার ছেলে ‘শাকিলকে দীর্ঘ সময় জেলে রাখার ব্যবস্থা নিতে তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করবেন।’ শাকিলের কারাগারে যাওয়া নিশ্চিত করতে শেফালী সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর