সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরে অনুষ্ঠিত সন্মেলনে সভাপতি পদে সুজিত কুমার ঘোষ ও রতন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৷ বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি গৌতম কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ৷ আর প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু ৷ এ সময়ে আরো উপস্থিত ছিলেন স্বপন স্যানাল , এ্যাড. কল্যাণ কুমার সাহা , হীরক গুণ , উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম কুমার দত্ত, সাধারণ সম্পাদক বাবলু ভৌমিক প্রমুখ ।