ব্রাজিলের রিওডি জেনিরোর ফাভেলায় অপরাধী চক্রকে ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) পুলিশের প্রায় চার শ সদস্য এ অভিযান পরিচালনা করে। এতে ১৮ জন নিহত হন। শুক্রবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র জানান, অভিযানে অপরাধী চক্রের ১৬ সদস্য, এক নারী পথচারী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
তবে এমন অভিযানের পক্ষে নন অনেকেই। কেননা এতে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়। নাম প্রকাশ না করার শর্তে এক নারী এএফপিকে বলেন, অভিযান বললেও এটিকে রীতিমতো হত্যাকাণ্ড বলা চলে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভিযান চলাকালে বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। তাঁদের অভিযোগ, বাসিন্দাদের সহায়তায় এগিয়ে আসেনি পুলিশ।
উল্লেখ্য, রিও ডি জেনিরোর ফাভেলায় মাদক পাচারকারী চক্রকে খুঁজে বের করতে প্রায়ই এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে পুলিশ।