বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার হলেন ইদু খান 

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ

দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী লেখক বিশিষ্ট সাংবাদিক মোঃ ইদু খান।
তিনি সরকার অনুমতি সাপ্তাহিক ইউনানী কণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় ২০১২ সাল থেকে সাংবাদিকতা পেশায় কাজ শুরু করেন।
এছাড়াও তিনি দৈনিক দেশ বার্তা ও দৈনিক জনতার কণ্ঠ ও ডিএস টিভি, হলিবিডি টুয়েন্টিফোর ডটকম ও দিরাই একাত্তর টিভিতে স্টাফ রিপোর্টার হিসাবে দীর্ঘদিন যাবত সুনামের কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে সাংবাদিক মোঃ ইদু খান বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান সাহেবের প্রতি। বহুল আলোচিত সরকারি মিডিয়া তালিকা ভুক্ত প্রিন্ট পত্রিকা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায় কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবাই দোয়া করবেন আন্তরিকতার সাথে যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করতে পারি তাই সবার কাছে দোয়ার প্রার্থী!
মোঃ ইদু খান আরো বলেন, দেশের সুনামধন্য জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক পত্রিকার পদচারণ। যে কোন মূল্যেই তুলে নিয়ে আসেন ঘটনার অন্তরালের মূল ঘটনা।
অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যে পত্রিকা সত্যর সন্ধানে নির্ভীক সৈনিক।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এক কন্ঠস্বর এবং অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অগ্রসৈনিক। যিনি কখনো  অন্যায়ের সাথে করেননি। তিনি এ সময়ের প্রতিবাদী সকলের প্রিয়মুখ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান সাহেব।
খান সেলিম রহমান এর কথা লিখে শেষ করা যাবেনা। অল্প কদিনেই বুঝতে পারলাম। নর্মতা, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, ভদ্র, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃষ্টিশীলতা বা সঞ্জন নই ক্ষমতা, যা হল মৌলিক ভাষিক এককগুলিকে সংযুক্ত করে অসীম সংখ্যক বৈধ বাক্য সৃষ্টির ক্ষমতা, যে বাক্য গুলির অনেক গুলিই হয়ত আজও কেউ বলেনি বা শোনেনি।
প্রকাশভঙ্গী নম্র ও কোমল আচরণের মানুষকে সবাই ভালোবাসে, সমীহ করে আর তাই তিনি সকলের কাছে সমান সমাদৃত। ব্যক্তিগত জীবনে খান সেলিম রহমান সাহেব বিবাহিত। সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই মহান মানুষটি। অল্প বয়সে এতো এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ইতিবাচক থাকাকে।
প্রগতিশীল চিন্তা ও চেতনার একজন মানুষ দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন তিনি।
আপনাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা তথ্য দিয়ে সহযোগিতা করুণ, বিজ্ঞাপন দিন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশাই করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর