শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

ই-পেপার

নওগাঁ নিয়ামতপুরে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২০, ১০:১১ অপরাহ্ণ

মোঃ ওয়াশিম রাজু নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে জনবান্ধব হিসেবে শতভাগ আস্থা অর্জন করতে পেরেছে পুলিশ। অন্যায় অপরাধ দমনে জিরো টোলারেন্সে কাজ করে যাচ্ছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
 এসময় মন্ত্রী আরও বলেন, এই তদন্ত কেন্দ্র চালুর মধ্য দিয়ে প্রতন্ত এসব এলাকায় অপরাধ কমে আসবে। বিশেষ করে মাদক কারবারীদের দমনে বিশেষ ভাবে কাজ করবে পুলিশ। এক্ষেত্রে পুলিশী কাজে স্থানীয়দের সহযোগিতা আহবান জানান মন্ত্রী। নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, নওগাঁ জেলা প্রশাসক হারুন- অর-রশীদ।
উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিউর রহমান, উপজেলার চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই সহ স্থানীয় গন্যম্যান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com