সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

পি কে হালদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট ইডির

চলনবিলের আলো আন্তর্জাতিক ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ

শতকোটি টাকা প্রতারণা মামলার অন্যতম আসামি প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ৬ জন এবং তার দুই সংস্থার বিরুদ্ধে কলকাতার একটি আদালতে ১০০ পাতার একটি অভিযোগপত্র দাখিল করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌।

মঙ্গলবার (১২ জুলাই) কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট পেশ করা হয়।

উল্লেখ্য, গত ১২ মে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রশান্ত কুমার হালদার ওরফে প্রশান্ত হালদার ওরফে শিব শঙ্কর হালদার এবং তার ৫ সঙ্গীকে গ্রেপ্তার করে ইডি। তাদের দফায় দফায় জেরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ভারতে পি কের ৩০০ কোটি রুপির সম্পত্তি, ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের হদিস পায়।

এদিন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩ প্রিভেনশন অফ মনিলন্ডারিং অ্যাক্টে প্রশান্ত কুমার হালদারসহ ৬ জন, পি কে’র দুই সংস্থার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে চার্জশিট জমা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর