বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

রায়গঞ্জ প্রেসক্লাবের ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুলাই) সকালে প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কে,এম রফিকুল ইসলাম রফিক ( দৈনিক ভোরের ডাক) । সাধারণ সম্পাদক হিসেবে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ধন্দ্বিতা করেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয় এইচ, এম মোনায়েম খাঁন ( মাই টিভি) । তার নিকটতম প্রার্থী হাসানুজ্জামান সুলতান পায় ৫ ভোট এবং অপর প্রার্থী আতিক মাহমুদ আকাশ পায় ৫ ভোট। প্রধান নির্বাচন কমিশনার টি,এম কামরুজ্জামান লাবু বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। আশা রাখি আগামীতে নির্বাচিত কমিটি সাংবাদিকদের উন্নয়নে কাজ করবেন। এ সময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ,সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,সদস্য মৌলভী নজরুল ইসলাম, দৈনিক করতোয়া রায়গঞ্জ প্রতিনিধি সুব্রত কুমার ঘোষ তাপস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর