শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

ই-পেপার

কথিত সাংবাদিক শাহজাহান ভুলুকে পলাশবাড়ী প্রেসক্লাব থেকে বহিস্কার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২, ১১:৪৪ অপরাহ্ণ

সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সাধারণ মানুষকে হয়রানি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণ এবং সংগঠন বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কথিত সাংবাদিক শাহজাহান ভুলুকে পলাশবাড়ী প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে শাহজাহান ভুলুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মার্চ ২০২২ইং প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সভায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। দীর্ঘ তিন মাস তদন্ত কমিটি অভিযোগসমুহ সরেজমিন তদন্ত করে শাহজাহান ভুলুর বিরুদ্ধে মতামতসহ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন এবং তাকে প্রেসক্লাব থেকে চুড়ান্তভাবে বহিষ্কার ও সদস্যপদ বাতিলের জন্য জোর সুপারিশ করেন।
এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন ২০২২ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শাহজাহান ভুলুকে প্রেসক্লাব থেকে বহিস্কার ও সদস্যপদ বাতিল করা হয়।
সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে শাহজাহান ভুলু  পলাশবাড়ী প্রেসক্লাবের পরিচয় দিয়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com