ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শনিবার (৪ঠা জুন) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার মাধ্যমে দৈনিক ইনকিলাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে নান্দাইল চৌরাস্তা গোল চত্বরে র্যালী শেষে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাবের নান্দাইল সংবাদদাতা মাওলানা হাবিুবর রহমান ও সাংবাদিক শফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি জমিরাতুল মোদ্দারেসিন নান্দাইল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবুল হাসান মো. এনামুল হক, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, সুরাশ্রম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম, নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, সমাজ সেবক আহসান কাদের মাহমুদ ভূইঁয়া, প্রবীন সংবাদপত্রের এজেন্ট লুৎফুর রহমান, প্রধান শিক্ষক ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া, নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আবুল হাসেম, অডিটর মাওলানা ইসলাম উদ্দিন, মানব কন্ঠের প্রতিনিধি মঞ্জুরুল হক মঞ্জু, ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রমজান আলী, সাংবাদিক মাহাবুব আলম খান, আরএন শ্যামা, ফরিদ মিয়া, আবু হানিফা, প্রভাষক এহসানুল হক তানভীর, সাফায়েত আহম্মেদ, সমাজ সেবক শাহজাহান কবির, তামিম ভূইঁয়া, আবুল হাসেম, নয়ন মিয়া, সাইফুল ইসলাম সহ প্রমুখ।
#CBALO/আপন ইসলাম