নাটোরের নলডাঙ্গা থানার মাদকবিরোধী অভিযানে, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে, এস আই মোঃ মোশাররফ হোসেন সংগীয় এএসআই মোঃ মেহেদুল করিম, এএসআই মোঃ মুক্তার হোসেন, কনস্টেবল (৫২৫) মোঃ আতিকুর রহমান, কনস্টেবল (২১৮) মোঃ মিন্টু আলী খান, এবং ড্রাইভার কনস্টেবল (৮৬৯) মোঃ সজল রাব্বানী, কনস্টেবল (৩৫৯) প্রসেনজিৎ সর্ব কর্মস্হল নলডাঙ্গা থানা নাটোরগনের সহায়তায়,অবৈধ মাদকদ্রব্য, ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী (১)আঃ কুদ্দুস(৫০) পিতা মৃত হযরত আলী প্রাঃ , সাং ঠাকুর লক্ষ্মীকোল, (০২) চাঁন মিয়া(৫০), পিতা মৃত জলিল প্রাং সাং ঠাকুর লক্ষ্মীকোল ( উত্তর পাড়া) উভয় থানা নলডাঙ্গা, জেলা নাটোরদ্বয়কে গতকাল (২৮ মে) তারিখ বিকেল ০৬.০৫ ঘটিকার সময়, নলডাঙ্গা থানাধীন ঠাকুর লক্ষ্মীকোল উত্তরপাড়া গ্রামস্হ , ধৃত আসামী চাঁন মিয়া(৫০) পিতা মৃত জলিল প্রাঃ এর বসতবাড়ির আঙ্গিনা হইতে, ০১( এক) কেজি ৫০০( পাঁচশত গ্রাম) গাঁজাসহ আটক করে,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য-৯০,০০০/=( নব্বই হাজার টাকা মাত্র)।
এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
#CBALO/আপন ইসলাম