বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় উৎসব আনন্দে চ্যানেল দ ১০ বছর পূর্তি উদযাপ

পাবনা প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৫ মে, ২০২২, ১:১৭ অপরাহ্ণ

উৎসবে আনন্দে আর ভালবাসায় সিক্ত হয়ে পাবনায় চ্যানেল টোয়েন্টিফোরের দশ বছর পুর্তি উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী পালনে মঙ্গলবার (২৪ মে) দুপুরে পাবনা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগ পাবনার উপ-পরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম,
পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক পাবনা প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক জহুরুল ইসলাম।
প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শাহীন রহমান।
অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ডেইলী স্টারের নিজস্ব প্রতিবেদক আহমেদ হুমায়ুন কবির তপু, ডেইলী অবজারভারের জেলা প্রতিনিধি ড. নরেশ মধু, নিউ এজ জেলা প্রতিনিধি মাহফুজ আলম,
খোলা কাগজের জেলা প্রতিনিধি আব্দুল জব্বার, এস এ টিভির জেলা প্রতিনিধি কলিট তালুকদার, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক ও আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আরটিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, যায়যায়দিনের জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, আমাদের সময় জেলা প্রতিনিধি সুশান্ত সরকার, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজ রাসেল,
ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসান, জিটিভির জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পী, বিজয় টিভির জেলা প্রতিনিধি প্রবির সাহা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, বৈশালী টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজান তানজিল, দৈনিক ইছামতির সহকারি ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান শুভ,
পাবনার খবরের মনিরুজ্জামান শিপন, প্রথম আলোর ফটো সাংবাদিক হাসান মাহমুদ, তহুরা আজিজ ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান মাহবুব, পাঠশালার পরিচালক শিশির ইসলাম, কালের কন্ঠের চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, দৈনিক তৃতীয়মাত্রার চাটমোহর প্রতিনিধি তোফাজ্জাল হোসেন বাবু,
ক্যামেরাপার্সন জিয়াউল হক রিপন, মাসুদ রানা, জুয়েল আসিফ, সমাজকর্মী জাবের আল শিহাব, আবু বকর সিদ্দিক, সারজিল হাসান মানিক, আফ্রিদী মিথুন।
বক্তারা বলেন, দশ বছরের পথচলায় চ্যানেল টোয়েন্টিফোর সঠিক তথ্য ও সংবাদ পরিবেশন করে সব শ্রেণিপেশার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ দেখতে সবাই চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায় চোখ রাখেন।
এই চ্যানেলের সংবাদকর্মী যারা আছেন, তারাও নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে মাটি মানুষের কথা তুলে ধরছেন। আগামীতেও এই ধারা অব্যাহত রেখে চ্যানেল টোয়েন্টিফোর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষার্থী, সমাজকর্মী, সাংস্কৃতিককর্মীসহ নানা শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর