সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়ায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৮ মে, ২০২২, ২:৩২ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শি¶ককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার তমালতলা ইকরা ইসলামিক স্কুল থেকে অভিযুক্তকে আটক করা হয়। আটককৃত প্রধান শিক্ষক মিজানুর রহমান বাবু (৩০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খয়রাতজ্জামানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলা এলাকার ১৪বছর বয়সি মাদ্রাসা ছাত্র ইকরা ইসলামিক স্কুলে হেফজো বিভাগে পড়াশুনা করতো। গত ১৮ই রমজান রাত ১২টার দিকে প্রধান শিক্ষককে খেদমত করছিল ওই ছাত্র। একপর্যায়ে প্রধান শিক্ষক রাত সাড়ে ১২টার দিকে মাদ্রাসার ডাইনিং রুমে ডেকে ওই ছাত্রকে ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক বলাৎকার করে। শিক্ষক এই ঘটনা কাউকে বলতে নিশেধ করলে বিষয়টি মাদ্রাসা ছাত্র ভয়ে কাউকে বলেনি। কিন্তু ঈদুল ফিতরের ছুটি শেষে মাদ্রাসা খুললে ওই ছাত্র আর মাদ্রাসাই যেতে না চাইলে পরিবারের লোকজন মাদ্রাসায় যেতে চাপ সৃষ্টি করলে ভুক্তভোগি ছাত্র বলাৎকারের ঘটনাটি পরিবারকে জানায়।

এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মাদ্রাসা ছাত্রের মা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করে ইকরা ইসলামিক স্কুল থেকে অভিযুক্ত মিজানুর রহমান বাবুকে আটক করা হয়।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর