রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৫:৩৩ অপরাহ্ণ

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
 উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনায় পানি বৃদ্ধি থাকার পর আজ বৃহস্পতিবার থেকে নদীর পানি কমতে শুরু করেছে ।
টাঙ্গাইল পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইলে পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানান, টাঙ্গাইলে সব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর, ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর ও নাগরপুর উপজেলার নদীতীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, হুগড়া, কাতুলী, মামুদনগর; ভূঞাপুর উপজেলার গাবসারা, অর্জুনা, গোবিন্দাসী, নিকরাইল; কালিহাতী উপজেলার দুর্গাপুর, গোহালিয়াবাড়ি, বল্লভ বাড়ী, সরাতৈল, বল্লা, দশকিয়া; গোপালপুর উপজেলার হেমনগর, নগদাশিমলা, ঝাউয়াইল এবং নাগরপুর উপজেলার সলিমাবাদ, ভাড়রা, মোকনা, চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হচ্ছে।  পাকুটিয়া ইউনিয়নের অর্ধশত গ্রাম সম্পূর্ণ ও গ্রাম শতাধিক আংশিক প্লাবিত হয়ে পড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাদ দিয়ে জানিয়েছে পানি আরও কমবে আবার কিছুটা সময় নিয়ে বাড়তে পারে।
বাঁধ এবং উঁচু স্থানে আশ্রয় নেয়া মানুষগুলো বিশুদ্ধপানি ও স্যানিটেশন কষ্টে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর