সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

ফোন কেড়ে নেওয়ায় অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৯:০২ অপরাহ্ণ

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে যাওয়ায় শিক্ষক কেড়ে নিলে অভিমান করে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে অরণ্য কোড়াইয়া (১৬) নামের এক স্কুল ছাত্র । সে নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ভবানীপুরের রঞ্জিত কোড়াইয়ার ছেলে ও রামাগাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার পর কোন এক সময় সে নিজ ঘরে আত্মহত্যা করে।
জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, মোবাইল ফোন নিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিষেধ। রবিবার ইংরেজী ক্লাস চলাকালীণ হঠাৎ অরণ্য কোড়াইয়ার মোবাইল ফোন বেজে উঠলে ক্লাস শিক্ষক ইমরান হোসেন তা কেড়ে নেয় এবং জানিয়ে দেয় অভিভাবককে সঙ্গে নিয়ে আসলে মোবাইল ফোন ফেরত দেওয়া হবে।
বাড়িতে ফিরে অরণ্য তার মাকে বিষয়টি জানায়। রাতের খাবার শেষ হওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে অরণ্য নিজ শোবার ঘরে ঘুমাতে যায়। সকালে প্রাইভেট পড়ার জন্য মা ডাকতে গেলে ঘরের ডাবের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অরণ্যের মৃতদেহ দেখতে পায়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর