নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদা খলসী গ্রামে অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সেচ্ছায় রক্তদান সংগঠন হরিদা খলসী যুব সংঘের কমিটি পরিচিতি, টি-শার্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মে) বিকেল সাড়ে ৪ ঘটিকায় হরিদা খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এমরান সোনার সদস্য- ত্রান ও সমাজকল্যাণ উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন প্রাং, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন নিউটন, ৪ নং ওয়ার্ডের ইউঃপিঃ সদস্য মোজাম্মেল হক,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিশিষ্ট ব্যক্তিগন।
হরিদা খলসী যুব সংঘের সভাপতি জামিল হায়দার জনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন শেখের সঞ্চালনায় অতিথিগন বক্তব্য প্রদান করেন।
আধুনিক সমাজ গঠন ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্লোগান নিয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করে হরিদা খলসী যুব সংঘ এবং হাসি মুখে রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ স্লোগান নিয়ে স্বেচ্ছায় রক্তদান শুরু করে সংগঠনটি।
#CBALO/আপন ইসলাম