জমে উঠেছে নাটোরের নলডাঙ্গার ঈদ মার্কেট। ছোট ছোট বিপণি বিতান গুলোতে নতুন ডিজাইনের বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নতুন পোশাকে ঈদ কাটবে, এমন প্রত্যাশায় দিনের গরমকে উপেক্ষা করে ক্রেতারা আসছেন তাদের পছন্দের পোশাক কিনতে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে নলডাঙ্গা বাজারের ভিআইপি মার্কেট, মোহাম্মদ আলী প্লাজা ও লেকজান সুপার মার্কেট সহ বিভিন্ন ছোট বড় দোকানে ক্রেতাদের আনাগোনা বাড়ায় উৎসব মুখর পরিবেশে বেচা কেনা চললেও অন্যান্য বছরের চেয়ে ক্রেতাদের সংখ্যা কম বলে জানিয়েছেন ব্যাবসায়ীয়া।
জানা গেছে, ক্রেতাদের আকর্ষণ করতে প্রতিটি দোকানে নানান ডিজাইনের কাপড় সাজিয়ে এবং জুলিয়ে রেখেছেন দোকানিরা। এসব দোকানে নারী ও তরুণীদের জন্য রঙ-বেরঙের থ্রি-পিস, শাড়ি, ওয়ান পিচ, ল্যাহাঙ্গা ইত্যাদি পাওয়া যাচ্ছে। পুরুষদের জন্য রয়েছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও লুঙ্গী। ছোটদের জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের পোশাক। এদিকে জুতা ও কসমেটিকসের দোকানগুলোতে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো।
এদিকে ঈদ বাজারকে নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার মার্কেট ও বপনি বিতাওন গুলোতে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা নজরদারি করছে। যে কোন অপতৎপরতা মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে। এছাড়াও রাতে ও রাজধানী হতে ঈদে বাড়ি ফিরা মানুষের নিরাপত্তায় পুলিশের টোহল টিম মাঠে কাজ করছে।
#CBALO/আপন ইসলাম