সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতি দিয়েছেন মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না।সীমিত সম্পদেই সবার ঠিকানা করে দিবে সরকার।মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্ব ৪০ জন ভূমিহীন পরিবারকে এই উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান প্রমুখ।