মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগর উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনায় নতুন শনাক্ত ৬ জন। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৬২ জন। আজ বুধবার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় আজ আক্রান্তরা হচ্ছেন, নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সোহরাব হোসেন, ২ নং ওয়ার্ডের সুফিয়া বেগম, ৬ নং ওয়ার্ডের রাফি (১৫), ৯ নং ওয়ার্ডের রুবেল হোসেন (৩০), ২ নং ওয়ার্ডের আবু বক্কার চৌধুরী (৮০), শ্রীধরপুর ইউনিয়নের নুরুল ফারাজী। এ পর্যন্ত উপজেলায় ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৬২ জন। মোট সুস্থ হয়েছে ৫১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ জন।