মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:
“মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান“ এ স্লোগানকে সমুন্নত রেখে চলমান কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ বিশেষ বান্দরবানের লামায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার(১ জুলাই,২০২০ ইং-) সকালে মাতামুহুরী সরকারি কলেজ প্রাঙ্গন,লাইনঝিরি মাদ্রাসাসহ অন্যান্য স্থানে লামা উপজেলা, লামা মাতামূহুরি কলেজ, পৌরসভা, ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
এ কর্মসূচিতে অংশ নেন লামা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন,পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াজ পারভেজ,যুগ্ন সম্পাদক ফখরুল ইসলাম হেলাল,রুবেল হাসান, মোঃ জাহিদ,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রনি, মোঃ আরিফ,দপ্তর সম্পাদক তাছাদেক আহমদ,কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃশহিদুল ইসলাম সাদ্দাম,সম্পাদক সালাহ উদ্দীন ভূঁইয়া নাহিদ, যুগ্ন সম্পাদক মোঃ সোহাগ খান,উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মহি উদ্দীন শাউনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
উল্লেখ্য,বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে সুরক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ আ,লীগের সভানেত্রী আ,লীগ ও সকল সহযোগী সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে অন্তত ৩টি করে গাছের চারা রোপন করার আহবান জানান।