মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

ই-পেপার

সলঙ্গায় পাড়া মহল্লায় জমজমাট ইফতার বাজার

কে,এম আল আমিন:
আপডেট সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১১:০১ অপরাহ্ণ

রোজাদারদের কাছে আনন্দঘন সময় হচ্ছে ইফতার পুর্ব মুহুর্ত। আর এই ইফতারকে আকর্ষনীয় এবং দিন শেষে শরীরকে চাঙ্গা করতে নানা ধরনের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে আছে সলঙ্গার দোকানীরা। খাবার হোটেল, মিষ্টির দোকান থেকে শুরু করে পাড়া,মহল্লায় রাস্তার মোড়ে মোড়ে টেবিল সাজিয়ে ইফতারির পসরা বসিয়েছে। দুপুর হতে দোকানীরা ইফতার সামগ্রী সাজানো শুরু করলেও বিকেল হতে দোকানগুলোতে ভীড় বাড়তে শুরু হয়। জিলাপি,বেগুনি, খেজুর,ছোলা,বুইন্দি, মুড়ি,নেমকি,পিয়াজু, ঘোল সহ বাহারী আইটেম সাজিয়ে বসেছেন দোকানীরা। তবে ইফতারে তৃষ্ণা মেটাতে তরমুজ,আখের রসও কেনা কাটাও কম নয়। গত বছরের তুলনায় এ বছর ইফতার সামগ্রীর দাম বেশী বলে জানান ক্রেতারা। তেল, চিনি, পেয়াজ,মরিচসহ দ্রব্যমুল্যের দাম বৃদ্ধিতে ইফতারির দাম একটু বেশী হয়েছে বলেও জানান দেন বিক্রেতারা। সলঙ্গা বাজার আলিম হোটেলের গলি, ডিম হাটা, ফল হাটা, থানা মোড়,মাদ্রাসা মোড়, কলেজ মোড়,কদম তলা চত্তর,ভুষাল হাটা,ধান হাটার গলিতে বসেছে ইফতারি পসরা। এছাড়াও থানার হাটিকুমরুল রোড গোলচত্বর সহ ৬টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার গ্রাম ও পাড়া মহল্লায় জমজমাট ইফতারি দৃশ্যপট।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর