শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

ই-পেপার

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নিয়ে অপপ্রচার- থানায় সাধারণ জিডি 

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৯:১৮ অপরাহ্ণ

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছে একটি চক্র। একাধিক ব্যক্তি নিজেকে সমাজিক যোগাযোগ মাধ্যমে, অফিস- আদালতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর (দায়িত্ব প্রাপ্ত নয়) ভূয়া পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, সংগঠনের লোগো ব্যবহার এবং বিভিন্ন নিয়োগ বানিজ্যসহ অনিয়ম ও দুর্ণীতির সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ব্যপারে অপকর্মকারীদের বিরুদ্ধে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রী (জিডি নং-৪৩৩) করা হয়েছে । অপকর্মকারীদের এসব অপপ্রচারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, রাজনীতিবিদসহ সর্বমহল তাদের ফাঁদে না পড়ার আহবান জানান- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা আরো বলেন- সংগঠনের পক্ষ থেকে থানায় আইনানুগ প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে। এবং “সকল মহলের জ্ঞাতার্থে” স্থানীয় দৈনিক ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব অপপ্রচার করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে সংগঠনের মর্যাদা ও ভাবমুর্তি ক্ষুন্ন করা থেকে বিরত থাকুন।  অন্যথায় সভার সিদ্ধান্ত অনুযায়ি সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবকে সমাজে মর্যাদাশীল আসনে নিয়ে আসতে এতে সক্রিয় সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করবেন এমন প্রত্যাশা রইল। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এসব ব্যক্তির দুর্ণীতির দায় বহন করবে না। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর