৫ মাসেই আয়ু শেষ হয়েছে পানি নিষ্কাষণের জন্য করা ইউড্রেনের। প্রায় মাস খানেক আগে গর্ত হয়েছে, ভেঙে গেছে বিভিন্ন জায়গায়। কিন্তু এখনও নজরে আসেনি কারও! এদিকে এলজিএসপি প্রকল্পের এই ইউড্রেনটি গড়তে ব্যয় হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গ্রামে। স্থানীয়রা বলছেন, একই কাজ অন্য কয়েকটি উপজেলাতে হয়েছে। সেগুলোর কাজের মান খুব ভালো, কিন্তু এখানকার কাজের মান নিম্ন হওয়ায় এত অল্প সময়ের মধ্যে এটি গর্ত হয়েছে ও ভেঙে গেছে।
ইউপি সূত্রে জানা গেছে, গত সালের নভেম্বর মাসে এলজিএসপি প্রকল্পের আওতায় ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে তৎকালীন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস’র সময় ইউড্রেনটি নির্মাণ করা হয়। বাগাতিপাড়ার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজ কাজটি করেন। মেসার্স শুভ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আব্দুল গণি কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই কাজটি আমার লাইসেন্স ব্যবহার করে কুদ্দুস চেয়ারম্যান নিজে করেছেন। আমি এর কিছুই জানি না। জামনগর ইউপির তৎকালীন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, ভারী যানচলাচলের জন্য হয়তো ভেঙে গেছে। দ্রুত মেরামত করে দেওয়া হবে। বর্তমান চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, আমি ওই ড্রেনটি ভাঙার ব্যাপারে জানতাম না। দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন