নাটোরের সিংড়ায় গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে গৃহপালিত গরু, ছাগল ও ভেরা সহ ৩০ টি গবাদী পশু পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। বৃহষ্পতিবার দিবাগত রাত ১টায় উপজেলার চৌগ্রাম মন্ডল পাড়ার কৃষক সাইফুল মন্ডলের গোয়াল ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে কৃষক সাইফুলের বাড়ির গোয়াল ঘরে প্রথমে আগুনের লেলি শিখা দেখেতে পেয়ে অনেকের ঘুম ভাঙ্গে। এসময় গৃহকর্তার চিৎিকারে প্রতিবেশিরা ছুটে আসে এবং আগুন নিভানোর চেষ্টা করে। আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ওই গোয়াল ঘরে থাকা ২টি গাভী, ১টি ষাড়, ১টি বাছুর সহ ৬টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া গোয়াল ঘরে থাকা ১৬ টি ছাগল, ৭ টি ভেরা সহ ১৫ থেকে ২০ টি হাস মুরগী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। যার ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। সিংড়া থানা অফিসার ইনর্চাজ- নুরে- এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তবে আগুনের সুত্রপাতের বিষয়টি এখন নিশ্চিত করা যায়নি।
#চলনবিলের আলো / আপন