নাটোরের নলডাঙ্গা পিপরুল ইউনিয়নে খোলাবাড়িয়া গ্রামে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে ৫ ঘটিকায় খোলাবাড়িয়া গ্রামে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। দুর্ঘটনার স্থল থেকে ট্রলিড্রাইভার আরিফুর ইসলাম(৫০) পিতা এজাজুর রহমান সাং খোলাবাড়িয়া ও মোটরসাইকেল আরোহী আব্দুল হেলাল(৩৮) পিতা আহসান আলী সাং খোলাবাড়িয়া। আহত ২ জনকে নাটোর সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।