সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

শহীদদের শুধু দাফন নয়, তাদের হত্যার তাৎক্ষণিক জবাব দেব : আইআরজিসি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৫:১৮ অপরাহ্ণ

ইসরাইলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না ঘটাতে কঠোর হুশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী (র‍্যাভুলেশনারি) গার্ড বাহিনী বা আইআরজিসি।

রাজধানী তেহরানে বুধবার(২৩ মার্চ) সন্ধ্যায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইসরাইলকে সতর্ক করেন। খবর তাসনিম নিউজের।

আইআরজিসির প্রধান বলেছেন, আমরা শুধু আমাদের শহীদদের কবর এবং দাফন অনুষ্ঠান করব না; বরং তাদের হত্যাকাণ্ডের তাৎক্ষণিক জবাব দেব।

তিনি আরও বলেন, এটি ইহুদিবাদী ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। ইরান নিয়ে যদি ইসরাইল আবার কোন রকমের ভুল করে তা হলে তাদের আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হবে।

কয়েক দিন আগে সিরিয়ায় আইআরজিসির দুই সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান।

এর জবাব হিসেবে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি প্রশিক্ষণঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। ওই হামলায় মোসাদের কয়েকজন কর্মকর্তা নিহত হন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর