সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

লালপুরে সরকারি বই কেজির দরে বিক্রি করলো প্রধান শিক্ষক  

নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৪:২৯ অপরাহ্ণ

সরকারি বিনা মূল্যের বই কেজির দরে বিক্রি করার অভিযোগ উঠেছে নাটোরের লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের সেকচিলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দা উম্মে আরা রুমা বিরুদ্ধে। তবে সেকচিলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দা উম্মে আরা রুমা’র কাছে বই বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নি।
জানাগেছে,‘কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিদ্যালয়টির ভান্ডারকক্ষে সংরক্ষিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষসহ কয়েক বছরের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির বিভিন্ন বিষয়ের বই বরাদ্দকৃত বিনামূল্যের সরকারী বই ১৩ টাকা কেজি দরে প্রায় ১০ হাজার টাকায় গোপনে বিক্রি করে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার বাহিমালী গ্রামের আল-আমিন নামে এক ওয়ার্কশপ দোকানী ১৩ টাকা কেজি দরে বইগুলো কিনে নেন। এরপর তিনি বনপাড়া মিশন মার্কেটের একটি দোকানে বইগুলি বিক্রি করেন।
এ বিষয়ে বই ক্রেতা আল আমিন বই কেনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আপনারা প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।’
এ বিষয়ে লালপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন কুমার পাল বলেন, ‘সে এভাবে বই বিক্রি করতে পারেনা। খোঁজ নিয়ে দেখছি।’ 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর