নাটোরের বাগাতিপাড়ায় তিনটি বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার রাতে উপজেলার হরিরামপুর ও মাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, এতে তাদের প্রায় সাড় পাঁচ লাখ টাকার ¶তি হয়েছে। জানা গেছে, বাগাতিপাড়া সদর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত হাসেমের ছেলে সাইফুল ইসলামের চারটি আধা পাকাঘর, আসবাবপত্র ও ছাগল পুড়ে প্রায় তিন লাখ টাকার ¶তি হয়েছে। আবার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামের মৃত দেলখুশির ছেলে দিনমজুর হেলাল উদ্দিনের একটি মাত্র শোয়ার ঘরসহ রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই গ্রামেরই মৃত গফুর আলীর ছেলে নাহিদ হোসেনের তিনটি ছাগলসহ গোয়ালঘর পুড়ে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে রোববার সকালেই খবর পেয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী ও ইউএনও প্রিয়াংকা দেবী পাল বাড়িগুলো পরিদর্শন করে তাঁদের আর্থীক সহযোগিতা প্রদান করেছেন।
#চলনবিলের আলো / আপন