সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

ই-পেপার

ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ৫:৩২ অপরাহ্ণ

ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ শনিবার (১৯ মার্চ) এই তথ্য জানান। খবর বিবিসির।

রাশিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এ হামলায় ব্যবহার করা হয়েছে কিনজাল ক্ষেপণাস্ত্র। এটি ২ হাজার কিলোমিটারের (১২৪২ মাইল) বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং যে কোনো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে পারে।

সাধারণত হাইপারসনিক অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক নিচু দিয়ে লক্ষ্যের দিকে উড়ে যায়। এসব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে পাঁচ থেকে নয় গুণ বেশি গতিতে।

২০১৮ সালে এই ক্ষেপণাস্ত্রটিকে সার্ভিসে নিয়ে এলেও রাশিয়া এর আগে কখনো যুদ্ধের ক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারের বিষয়টি স্বীকার করেনি। যদিও এএফপির কাছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনে চলছে রুশ সামরিক অভিযান। এরই মধ্যে দেশটির রাজধানী কিয়েভের কাছাকাছি অবস্থান নিয়েছে রুশ সেনারা। কিয়েভ, খারকিভ, মারিওপোলসহ প্রধান শহরগুলোকে কেন্দ্র করে লড়াই চললেও আকাশপথে পুরো ইউক্রেনেই হামলা চালাচ্ছে রুশ সেনারা। এবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে দেশটির সশস্ত্র বাহিনীর একটি অস্ত্র গুদাম ধ্বংস করার জন্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ সেনারা।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুদ্ধক্ষেত্রে এই প্রথমবারের মতো হাইপারসনিক প্রযুক্তির ‘কিনজাল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ সেনারা। ক্ষেপণাস্ত্রটি সফলতার সঙ্গে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের ও বিমানের সরঞ্জামের ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।

২০১৮ সালে এই ক্ষেপণাস্ত্রটিকে সার্ভিসে নিয়ে এলেও রাশিয়া এর আগে কখনো যুদ্ধের ক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারের বিষয়টি স্বীকার করেনি। যদিও এএফপির কাছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ক্ষেপণাস্ত্রটি কারপাথিয়ান পর্বতমালার পাদদেশে দিলিয়াতিন গ্রামে আঘাত হানে। ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার সীমান্ত থেকে এর দূরত্ব মাত্র ৩০ মাইল।

রাশিয়ার তৈরি করা সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘কিনজাল’। যার গতিবেগ শব্দের চেয়ে ১০ গুণ বেশি। অর্থাৎ এক সেকেন্ডে এটি ৩ কিলোমিটারেরও বেশি অতিক্রম করতে সক্ষম। এমনকি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘কিনজাল’ ক্ষেপণাস্ত্রকে একটি ‘আদর্শ অস্ত্র’ হিসেবে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর