আগামী ১৩ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোরের সিংড়া উপজেলা, পৌর ও গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন। একই সঙ্গে গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হবে। কারা আসছেন ছাত্রলীগের নেতৃত্বে তা নিয়ে চলছে আলোচনা। কর্মীসভা, কর্মী সমাবেশ, সৌজন্য সাক্ষাত, ফরম উত্তোলন ও জমাদানে ব্যস্ত সময় পার করছেন পদ প্রত্যাশীরা। ১লা মার্চ জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সম্মেলনের দিন ধার্য করা হয়। সম্মেলনে পদ প্রত্যাশীরা ২রা ও ৩রা মার্চ ফরম জমা দেন।
উপজেলা ছাত্রলীগের দেয়া তথ্য মতে জানা যায়, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পি, ছাত্রলীগ নেতা ফয়সাল ইসলাম ফারুক ও সুব্রত কুমার সরকার উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে ফরম জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে ফরম জমা দিয়েছেন হারুন বাসার ও ফয়সাল ইসলাম ফারুক, পৌর ছাত্রলীগের সভাপতি হতে চান আব্দুল খালেক, হাবিবুর রহমানসহ চারজন, সাধারণ সম্পাদক হতে চান সাব্বির হোসেন, নাইম রাব্বী, মেহেদী হাসানসহ আটজন। গোল-ই আফরোজ কলেজ ছাত্রলীগের সভাপতি পদে ফরম জমা দিয়েছেন, আব্দুল হাকিম, মীম খাতুনসহ পাঁচজন, সাধারণ সম্পাদক পদ চান উম্মে আমারা ইসলাম সুখি, মুরশিদুল ইসলাম, শাহরিয়ার আহম্মেদসহ এগারোজন, কলেজ ছাত্র সংসদের ভিপি হতে চান জুনাইদ হাসান জয়, ছালেকুর রহমান, রেখা খাতুনসহ দশজন, জিএস পদ চান শফিকুল ইসলাম, নাইমুর রহমানসহ নয়জন। বিভিন্ন পদে মোট ৫২ জন ফরম জমা দিয়েছেন। তবে সিংড়ায় ছাত্রলীগের নেতৃত্বে কারা আসছেন তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৩ই মার্চ পর্যন্ত।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান বলেন, নৌকার আদলে তৈরি মঞ্চে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমাদের প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করছি সুন্দর পরিবেশে সম্মেলন উপহার দিতে পারবো।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩রা ডিসেম্বর সিংড়া উপজেলা, পৌর, কলেজ ও ছাত্র সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
#চলনবিলের আলো / আপন