নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৬টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের পশ্চিমে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের তিড়াইল সুতারপার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক জানান, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় এক ব্যাক্তি খেজুরের রস সংগ্রহ করতে এসে লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, তার গলায় রশি দিয়ে মোড়ানো ও মুখ রক্তাত ছিল। ধারনা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে মহাসড়ক দিয়ে এসে রাতে কোন এক সময় লাশ ফেলে দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্রাইম ইনভিষ্টিকেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এসে লাশের সুরতাহাল প্রতিবেদন তৈরী করবে।
#চলনবিলের আলো / আপন