শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

দৈনিক সংগ্রামের টাঙ্গাইল জেলা সংবাদদাতা অধ্যাপক মনিরুজ্জামানের ইন্তেকাল-বিভিন্ন মহল শোক প্রকাশ

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২, ১:৫০ অপরাহ্ণ

দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক সংগ্রামের টাঙ্গাইল জেলা সংবাদদাতা অধ্যাপক এস এম মনিরুজ্জামান (৫২) ইন্তেকাল করেছেন।
বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মনিরুজ্জামান ঢাকার মহাখালী শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি প্যানক্রিয়াস ইনফেকশন, ডায়াবেটিস ও প্রেসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ছিলেন। গত বুধবার তার অবস্থার অবনতি হলে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। পরিবারের সাথে টাঙ্গাইল শহরের কোদালিয়ায় তিনি বাস করতেন।
এস এম মনিরুজ্জামান সাংবাদিকতার পাশাপাশি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন। তার মৃত্যুর খবরে টাঙ্গাইলের সাংবাদিক মহল ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের কোদালিয়ায় কেডি মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর তার কর্মস্থল কালিহাতীর নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় এবং বাদ আসর তার নিজ এলাকা ভূঞাপুরের ছাব্বিশায় তৃতীয় জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে। টাঙ্গাইল প্রেসক্লাব ও শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর