বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রস্তম(৭০) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামের মৃত আসাদুজ্জামান পান্নু মিয়ার ছেলে। তিনি প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাবেক শিক্ষক ও স্বাস্থ্যকর্মী ছিলেন। ১৯৭১ সালে শহীদ বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের সাথে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মৃত্যু কালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল ও পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান নয়েজ মাহমুদ’র উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় মাড়িয়া মন্ডলপাড়ার পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
#চলনবিলের আলো / আপন