উড়োজাহাজ আকাশে
ফড়িং উড়ে বাতাসে
তাই দেখে শিশুরা
চেয়ে থাকে খুশির বেশে।
মটু-পাতলু টিভিতে নাচে,
তাই দেখে শিশুরা
হি: হি: করে হাসে।
ঘুড়ির লাঠাম বেধেছি
জানালের গ্রীলে,
মটু-পাতলুর কার্টুন দেখি
টিভির নিক চ্যানেলে।
কার্টুন দেখে সব শিশুরা
খুশি হয় বেশি বেশী,
তাই দেখে আমিও
হই বেশি খুশি ।
কবি পরিচিতি:
রুবাইয়া তাসনিন তুন
পিতা- মো: আলমগীর হোসেন
মাতা- মোছা: জাকিয়া খাতুন
গ্রাম- লাঙ্গল মোড়া
ডাকঘর- ঘুড়কা, রায়গঞ্জ,
সিরাজগঞ্জ-৬৭২০।