সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

হিজাব মামলা: সুপ্রিমকোর্টে খারিজ, শুনানি হবে হাইকোর্টে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪০ অপরাহ্ণ

ভারতে আলোচিত হিজাব ইস্যুতে মামলার দ্রুত শুনানির আর্জি সুপ্রিমকোর্টে খারিজ হয়ে গেল। ফলে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হিজাব মামলার শুনানি হবে কর্নাটক হাইকোর্টে।

জানা গেছে, আজই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই সুপ্রিমকোর্টে মামলার স্থানান্তর করে দ্রুত শুনানি চালুর আবেদন জানানো হয়েছিল। কিন্তু হাইকোর্টে সেই আর্জি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টে শুনানির প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই অবস্থায় হস্তক্ষেপ করার কোনও যৌক্তিকতা নেই।

সম্প্রতি কর্নাটকের একটি স্কুলে ছাত্রীদের হিজাব পড়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। এরপর আরও কয়েকটি স্কুল হিজাব পড়ে ছাত্রীদের ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাই কোর্টের শরণাপন্ন হয়েছিলেন কর্নাটকের উদুপির পাঁচ শিক্ষার্থী।

গত মঙ্গলবার আর্জির এক দফা শুনানি হয়। বুধবার বিচারপতি কে এস দীক্ষিত জানান, এই মামলায় আইনের বৃহত্তর প্রশ্ন উঠেছে। সাধারণত ব্যক্তিগত আইনের (পার্সোনাল ল) প্রশ্নের বিচার করে বৃহত্তর বেঞ্চ। রাতে জানানো হয়, হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে এই মামলার শুনানি শুরু হবে।

অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি চেয়েছিলেন পাঁচ শিক্ষার্থীর আইনজীবীরা। কিন্তু বিচারপতি জানান, এ নিয়ে বৃহত্তর বেঞ্চেই প্রশ্ন করতে হবে।

এই প্রেক্ষিতেই সুপ্রিমকোর্টে মামলা সরিয়ে এনে, দ্রুত শুনানির দাবি জানিয়ে আবেদন জমা পড়েছিল। কিন্তু শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। শীর্ষ আদালতের বিচারপতি বলেন, হাইকোর্টে মামলার শুনানির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এর মাঝে আমরা কেন হস্তক্ষেপ করতে যাব!

এদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি অচলাবস্থা নিয়ে তিনি বৃহস্পতিবারই রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বিতর্ক-বিশৃঙ্খলার জেরে তিন দিন স্কুল, কলেজ বন্ধ রেখেছে কর্নাটক সরকার। এর মেয়াদ আরও বাড়ানো হবে কি না, তা সন্ধ্যার মধ্যে জানানো হবে সরকারের তরফ থেকে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর