আফগানিস্তানে মাদক নিরাময় কেন্দ্রে মানুষের মাংস খাচ্ছে রোগীরা! সম্প্রতি ডেনমার্কের এক সাংবাদিকের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে ডেইলি মেইল।
সূত্র অনুযায়ী, গত মাসে ডেনমার্কের ওই সাংবাদিক মাদক নিরাময় কেন্দ্র থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। ওই ব্যক্তি দাবি করেছেন, তালেবান পরিচালিত নিরাময় কেন্দ্রের ভেতরের পরিবেশ ভয়ঙ্কর।
ঠিকমতো খেতে দেওয়া হয় না রোগীদের। বেশির ভাগ দিনই অভুক্ত অবস্থায় থাকতে হয়। রোগীদের স্বাস্থ্যের কোনো খেয়াল রাখা হয় না।
চিকিৎসা ও খাবার না পেয়ে অনেকের মৃত্যু হচ্ছে। আব্দুল নামের ওই রোগীর দাবি, সেখানকার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। খাবার না পেয়ে রোগীরা ক্রমশ হিংস্র হয়ে উঠছেন।
আব্দুলের দাবি, সম্প্রতি এক ব্যক্তিকে খুন করে তার মাংস খেয়েছেন কয়েকজন। এছাড়া কেন্দ্রের ভেতরের পার্কে একটি বিড়ালকে ধরে তার কাঁচা মাংস নাকি খেয়েছেন রোগীরা।
কাবুলে ইউনাইটেড নেশন অব ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)-এর প্রধান সিজার গুডস জানান, আফিমের উৎপাদন আরও বাড়িয়েছে তালেবানরা। ফলে মাদকের দাম আরও কমেছে, সহজলভ্য হচ্ছে মাদক। বেশি সংখ্যক মানুষ মাদকাসক্ত হচ্ছেন। সূত্র : আনন্দবাজার
#চলনবিলের আলো / আপন