সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

ই-পেপার

‘ঠিকানা’ এইচ. মোরশেদ (রতন)

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ১০:০০ অপরাহ্ণ

“আমার আমার করলাম যত
কিছুই নহে আমার,
দুনিয়াটা মিথ্যা মরীচিকা
সাধ্য নাই কারো থাকার।

অযথাই সময় নষ্ট
মাথা নষ্ট আমার,
আস্তে আস্তে ফুরালো সময়
গোলামী করলাম টাকার।

নামাজ, রোজা, হজ্ব যাকাতের
হলাম তাবেদার,
সমাজের তালে চললাম আমি
খোঁজ নিলাম না কালেমা’র।

সুদ, ঘুষ আমি সবই খেলাম
দান করি লোক দেখাবার,
ইমান আমল সব হারালাম
পারবনা হতে খেয়া পারাপার।

লোক দেখানো বন্দেগী মোর
ঝুঁলিতে নাই কিছু,
স্রষ্টার সান্নিধ্য পেলাম না আমি
হায় হুতাশ ছাড়লোনা পিছু।

বেঁচে থাকতে সঠিক পথের
যদি না করি সন্ধান,
মরনের পরে অবশ্যই আমার
যেতে হবে জাহান্নাম।

সৃষ্টির সেরা জীব মানুষ আমি
করিনি সেরা কাজ,
জীবনের চাহিদা মেটাতে গিয়ে
বিসর্জন দিয়েছি সকল লাজ।

নামাজ আমায় করেনি ভালো
ফিরতে পারিনি মন্দ কাজ হতে,
সারা মাসের রোজা রেখে
পারিনি নিজেকে শোধরাতে।

হিংসা-বিদ্বেষ, লোভ, কাম, মোহ
বাহাদুরী করি ক্ষমতার,
নিজেকে বিসর্জন দিয়ে
হতে পারিনি আমি সাধারণ জনতার।

নিজ সংসারের চাহিদা মেটাতে
কারি কারি টাকা চাই,
সমাজ সংসার ঠিক রাখতে
ভালো কাজ আমি কিছুই করিনাই।

ভালো কাজ আমি কি করব
সাধ্য কি মোর আছে,
ভাল কাজ আমার শিখতে হবে
যুগের মুজাদ্দেদের কাছে।

সঠিক পথের সঠিক খবর
পেতেই যদি চান,
পুরোপুরি ঢুকতে হবে ইসলাম ধর্মে
সঠিক পথ নির্দেশ দেবে কোরআন।

কিছু কিছু মান্য করব
বয়ান করব যা না আছে জানা,
সাবধানতা অবলম্বন না করলে
জাহান্নাম হবে আমার ঠিকানা।।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর