টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না লতিফ মাহমুদ নামের এক সাংবাদিক। দানশীল ব্যক্তি ও সরকারী সহযোগিতা পেতে সাংবাদিকদের পাশে চেয়েছেন ওই সাংবাদিক। তাকে সাহায্যে পাঠানোর ঠিকানা সোনালী ব্যাংক লি. সিংড়া, নাটোর শাখা, একাউন্ড নম্বর: ৪৯১২২০১০২৪৮৪৬।
জানা যায়, ১৯৭৭সালে এসএসসি ও ১৯৮২সালে ডিগ্রি পাশ করে অবহেলিত চলনবিল বাসীর সুখ-দুঃখের খবর দেশবাসীকে জানাতে ১৯৯৪সালে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা পত্রিকায় লেখালেখির মধ্যে দিয়ে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ ২৮বছরে তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি ডেইলী এশিয়ান এজ, দৈনিক দেশকাল ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সিংড়া, নাটোর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ইতোমধ্যে তিনি কয়েকটি বইও লিখেছেন। তার লেখা বইগুলোর মধ্যে রয়েছে, “চলনবিলের চন্দনা, গুরনই বারের বানভাসী গণজীবন, জন্ম পঞ্জি কাব্য, মাহমুদ গীত” ইত্যাদি। উপজেলা পর্যায়ের অধিকাংশ সাংবাদিকরা জীবন-জীবিকার তাগিদে ক্ষুদ্র ব্যবসা অথবা অন্য কোথায় চাকুরী করে বিনাবেতনে অবহেলিত মানুষের কথা বলেন। সোচ্ছার থাকেন অনিয়ম-দূনীতি সহ এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে। বিনাবেতনে কাজ করা সাংবাদিকদের মধ্যে লতিফ মাহমুদ নামের এই সাংবাদিক বেশ কিছুদিন ধরে পাকস্থলিতে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে উপজেলার কলম ইউপির কালিনগর গ্রামে বাড়িতে পড়ে আছেন।
টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন। তার চিকিৎসার জন্য সমাজের দানশীল ব্যক্তি ও সরকারী সহযোগিতা সহ সাংবাদিকদের পাশে চেয়েছেন সাংবাদিক লতিফ মাহমুদ। তাকে সাহায্যে পাঠানোর ঠিকানা সোনালী ব্যাংক লি. সিংড়া, নাটোর শাখা, একাউন্ড নম্বর: ৪৯১২২০১০২৪৮৪৬, প্রয়োজনে: ফোন ০১৭১৫৬৭২৯৬২।
#চলনবিলের আলো / আপন