সংযুক্ত আরব আমিরাতে স্বামীর দ্বিতীয় বিয়ের পরিকল্পনার কথা জানতে পেরে তার আঙুল ভেঙে দিয়েছেন স্ত্রী। এ ঘটনায় ওই নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। তদন্তে জানা গেছে, ওই দম্পতির নিজেদের মধ্যকার বিবাদ এক পর্যায়ে শারীরিকভাবে আঘাত করার পর্যায়ে রূপ নেয়। ২৪ বছর বয়সী স্বামীর চড় খেয়ে স্ত্রী তার শ্রবণ ক্ষমতার দুই শতাংশের মতো হারিয়েছেন।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই নারী কর্তৃপক্ষকে জানিয়েছেন, তার স্বামীর অন্য নারীকে বিয়ে করার সিদ্ধান্তে তিনি অবাক হন। তার স্বামীর অভিযোগ, তার পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত তার স্ত্রী মেনে নিতে চায়নি। এ ঘটনায় স্ত্রীর কাছ থেকে লাঞ্ছনা ও অপমানের শিকার হতে হয়েছে তাকে।
বিবাদের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় ওই নারী তার স্বামীর ডান হাতের আঙ্গুলগুলো শক্ত করে ধরে সেগুলোকে পেছনে টেনে নিয়ে তাকে ধাক্কা দেয়, যার ফলে সেগুলো ভেঙে যায়।
#চলনবিলের আলো / আপন