নাটোরে তোকিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্রাক, বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক ড্রাইভার আবু মুসা ও আসাদুল নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতরা দুজনই ঝিনাইদহ এলাকায় বাসিন্দা বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ জানুয়ারী) ভোরে ঢাকা- রাজশাহী মহাসড়ক এর তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস, রাজশাহী থেকে নাটোরের দিকে আসা একটি কাঠ ভর্তি ট্রাক এবং একটি পিকআপ এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
তবে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আবু মুসার মৃত্যু হয়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুল কে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ দুর্ঘটনায় তিনটি পরিবহনের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন