রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

ই-পেপার

বড়াইগ্রামে গ্যাস পাম্পের আগুনে দুইজন আহত

সুজন কুমার, নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে গ্যাসের পাম্পের আগুনে পরে দুইজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় মদিনা পেট্রোল ও গ্যাস ফিলিং ষ্টেশনে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন পাম্পের কর্মচারী ও জামালপুর সদর উপজেলার শরীফপুর গ্রামের আঃ রাজ্জাকের পুত্র শাহাদাৎ হোসেন (৩৫) বনপাড়া বাইবাস এলাকার দোকানদার ও ইউসুফ পাটোয়ারীর পুত্র কামাল পাটোয়ারী (৪৫)।
বনপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন কমকর্তা আকরামুল হাসান বলেন, গ্যাস পাম্পের দুই টন এলপিজি গ্যাস আনলোড করার সময় কারিগরি ত্রুটির কারনে পাম্পের পাশের চায়ের দোকানে আগুন ধরে যায়। প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। এতে আগুনে পুড়ে দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার পরির্দশক নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর