সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

ই-পেপার

মহামারিতে বিশ্বজুড়ে কমেছে কনডম বিক্রি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ১০:০৭ অপরাহ্ণ

মহামারির দুই বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে কমেছে কনডম বিক্রি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও অন্যতম শীর্ষ কনডম প্রস্তুতকারী কোম্পানি ক্যারেক্স বিএইচডি জানিয়েছে, গত ২ বছরে বিশ্বজুড়ে তাদের কনডম বিক্রি কমেছে ৪০ শতাংশেরও বেশি। খবর নিক্কি এশিয়ার।

 

নিক্কি এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যারেক্স বিএইডির শীর্ষ নির্বাহী কর্মকর্তা গোহ মিয়াহ কিয়াত বলেন, কোম্পানির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে তাদের পণ্য বিক্রি কমে যাওয়ার এ তথ্য জানা গেছে। মহামারির দুই বছরে যেখানে বিশ্বের দেশে দেশে লকডাউনসহ নানা কঠোর বিধিনিষেধের কারণে মানুষজন দিনের পর দিন বাড়িতে থাকতে বাধ্য হয়েছে, সেখানে কনডম বিক্রির হার কমে যাওয়া বিস্ময়কর, অথচ কোম্পানি ভেবেছিলো যে লকডাউনে কনডমের বিক্রি বাড়বে।

ক্যারেক্স বিএইডির শীর্ষ নির্বাহী কর্মকর্তা গোহ মিয়াহ কিয়াত ।

মালয়েশিয়াভিত্তিক কোম্পানিটির ধারণা, মহামারিতে বিশ্বজুড়ে হোটেলগুলোতে কনডমের ব্যবহার কমে যাওয়া এবং সরকারি-বেসরকারিভাবে কনডম ব্যবহারের পক্ষে প্রচার-প্রচারণা হ্রাস পাওয়াই এর বিক্রি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ।

এদিকে, ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, গত দুই বছরে কনডম বিক্রি কমে যাওয়ায় মালয়েশিয়ার শেয়ারবাজারে ক্যারেক্স বিএইচডির শেয়ারের মূল্য কমেছে প্রায় ১৮ শতাংশ। লোকসান সামাল দিতে গিয়ে কমডমের উৎপাদন কমিয়ে গত বছরের মাঝামাঝি থেকে থাইল্যান্ডে মেডিকেল গ্লাভস প্রস্তুত করা শুরু করেছে কোম্পানিটি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর