পাবনার আটঘরিয়ায় জোরপূর্বক গরু নিয়ে যাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে ফিরোজা খাতুন নামক একনারীকে বেদম মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার নাদুরিয়া পূর্বপাড়া গ্রামে জাবেদ আলীর বাড়ীর উপর। এঘটনায় আজিজুল হক বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলা মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রাং এর ছেলে শরিফুল ইসলাম গং ওই দিন দুপুরে জোরপূর্ব আমার গরু বাড়ী থেকে নিয়ে যাচ্ছিলেন। এসময় আমার মা মোছা: ফিরোজা খাতুন তাকে বাধা সৃষ্টি করলে তারা চুলের ঝুটি ধরে বেদম মারপিট ও কিলঘুষি মেরে ফুলাজখম করে দেয়। এতে আমার মা গুরুতর আহত হলে আশপাশের লোকজন উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ফিরোজা খাতুন আটঘরিয়া হাসপাতালে ২৯নং বেডে চিৎিসাধীন অবস্থায় রয়েছেন।
#চলনবিলের আলো / আপন