সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি- আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী “প্রশাসনের কড়াকড়িতে স্বস্তি ভাঙ্গুড়ায়” দখলদার ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বদলাচ্ছে চিত্র কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় দেবোত্তর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সলঙ্গায় ট্রান্সফরমার প্রতিস্থাপনে বিদ্যুৎস্পর্শে দিনমজুরের মৃত্যু নাগরপুরে ব্যাটমিন্টন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে বান্দরবান পুলিশ সুপার গোপালপুরে বৈরাণ নদের হাটবৈরাণ ব্রিজ ঝুঁকির মুখে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ আলীকদমে ম্রো ও ত্রিপুরায় সংঘর্ষে  ৬ জন আহত, ঘটনাস্থলে সেনাবাহিনী

হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি- আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী বলেছেন, নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে। আমরা এ দেশের নাগরিক, রাষ্ট্র হবে আমাদের সঙ্গী, ভয়ের কিছু নেই। কিন্তু ধর্ম ভিত্তিক দল আপনাদের পদে পদে প্রতিবন্ধকতা তৈরী করবে। ৭১’এ আমরা তাদের ভুমিকা দেখেছি। ২ লক্ষ মা -বোনের সম্ভ্রম হানী হয়েছে। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ না। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। সততা ছিল বলে পারছি। সততা না থাকলে পারতাম না। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো এবং তাকে দেশ পরিচালনা করার সুযোগ করে দিবো। তিনি রবিবার (১৮ জানুয়ারি) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ও সোমবার (১৯ জানুয়ারি) রাধানগর ইউনিয়নে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনা করে ওই এলাকার সনাতন সম্প্রদায় কর্তৃক আয়োজিত প্রার্থনা সভা ও সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামীলীগ এর আমলে আমাদের হিন্দু বাড়ীতে যখন যুবলীগ,ছাত্রলীগ হামলা করে, তখন উপজেলা চেয়ারম্যান ওই হামলার সাথে জড়িত ছিল। এই ঘটনা যখন সরাসরি জনসম্মুখে নিয়ে আসি তখনই আমার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা দায়ের করে আমাকে গ্রেফতার করা হয়। আজ তারা পালিয়ে গেছে। এখন এই নির্বাচনে অংশ নিতে হবে। এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশ রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, আরো কিছু নব্য রাজনৈতিক দল। যাদের সত্যিকার অর্থে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা নাই। সেই জায়গায় বিএনপি তিন বার রাষ্ট্র পরিচালনা করেছে। আপনাদেরকে বিবেচনা করতে হবে বিএনপি কোন দল। আমরা হিন্দু সম্প্রদায়ের মা,ভাই,বোনরা যেন কোন ভাবে নির্বাচনে হয়রানী না হই। আপনাদের যাতে এই ভিটা মাটি ছেড়ে অন্য কোন দেশে পাড়ি জমাতে না হয় , সেই নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ও নীতি নির্ধারণী পর্যায়ে হিন্দু সম্প্রদায়ের অনেক নেতা দায়িত্ব পালন করছে। তাই অসাম্প্রদায়িক চেতনার দল বিএনপিকে আমাদের কাছে টানতে হবে। তিনি দুই দিনব্যাপি আটোয়ারী উপজেলার হিন্দু সম্প্রদায়ের আয়োজনে প্রার্থনা সভা ,মতবিনিময় সভা সহ এলাকায় উঠান বৈঠক করেছেন। এসময় জেলা , উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর