নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদ এক লক্ষ ১২ হাজার ৬ শত ৮৭ টাকার তহবিল নিয়ে দ্বায়িত্ব গ্রহন করেছেন। বুধবার সকালে সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম এই দ্বায়িত্ব হস্তান্তর করেন।
ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সচিব জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহতাব উদ্দিন মাষ্টার, আবু হেলাল, কামরুজ্জামান সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, জোনাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একটি মাদকমুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, আমি ১ লক্ষ ১২ হাজার ৬ শত ৮৭ টাকার তহবীল নিয়ে দ্বায়িত্ব গ্রহন করেছি। এই তহবিল জমা রয়েছে জনতা ব্যাংকের জোনাইল শাখার চেয়ারম্যানের চলতি হিসাব নম্বরে ১ হাজার ১ শত ৬৪ টাকা, জনতা ব্যাংকের জোনাইল শাখার জন্ম ও মৃত্যু নিবন্ধন চলতি হিসাব নম্বরে ৭ শত ৭৯ টাকা, জনতা ব্যাংকের জোনাইল শাখার ভুমি হস্তান্তর কর হিসাব নম্বরে ১ হাজার ৭৫ টাকা, সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখার ইউনিয়ন পরিষদ উন্নায়ন তহবীল হিসাব নম্বরে ১ লক্ষ ৮ হাজার ৬ শত ৮৭ টাকা সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উন্নয়ন সহায়তা তহবীল হিসাব নম্বরে ১ হাজার টাকা।
পরে উপস্থিত জনগণকে মিষ্টিমুখ করিয়ে প্রয়াত সংসদ সদস্য রফিক উদ্দিন সরকারের কবর জিয়ারত করে নিজের আসনে উপবিষ্ট হন নবনির্বাচিত চেয়ারম্যান।
#চলনবিলের আলো / আপন