পাবনার চাটমোহরে রবি মৌসুমে হাইব্রিড ও উচ্চ ফলনশীল বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বিজ ও উফশী বীজসহ রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা-৩ সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের সভাপত্বিতে ও উপ- সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার এ.এ মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।
উপজেলা কৃষি অফিস তথ্য মতে, চলতি বোরো মৌসুমে ৮ হাজার চাষির মাঝে ২ কেজি করে বোরো ধান বীজ এবং এক হাজার চাষির মাঝে ৫ কেজি করে উফশী বরো ধান বিজ এবং ১০ কেজি ডিএপি এবং ১০কেজি করে এমওপি সার বিতরন করা হয়।