মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
দৈনিক নওয়াপাড়ার প্রকাশক- সম্পাদক আসলাম হোসেনের ছোট ভাই, দেশের কৃতি ফুটবলার ও দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন আর নেই ( ইন্না…..রাজিউন)। আজ বুধবার ভোর ৫ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। আজ ( বুধবার) স্বাস্থ্যবিধি মেনে এশার নামাজ বাদ জানাজা শেষে অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ নওয়াপাড়ায় আনার প্রস্তুতি চলছিলো বলে তার ভাই দৈনিক নওয়াপাড়ার প্রকাশক সম্পাদক আসলাম হোসেন নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সর্বস্তরের মানুষের প্রিয়ভাজন বেলাল হোসেন দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন এবং খুলনা সিটি মেডিকেলে ডায়ালসিস নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি গত ১৮ জুন তার করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। ওই দিনই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন